শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

করোনার নতুন ধরণে বিশ্বকে আতঙ্কিত না হত বললেন ডব্লিউএইচও

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

করোনার নতুন ধরণ ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী চলছে জোর প্রস্তুতি। ভয় আতঙ্ক আর সংক্রমন ঠেকাতে চলছে নানা প্রস্তুতি। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন নিয়ে বিশ্ববাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিজ্ঞানী সৌম্য স্বামীনাথান।

পাশাপাশি তিনি বলেছেন, আতঙ্কিত না হয়ে বিশ্ববাসীর উচিত এই ধরনটিকে মোকাবিলার প্রস্তুতি নেওয়া।

গতকাল শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামীনাথান জানান, দক্ষিণ আফ্রিকার তথ্য অনুযায়ী ওমিক্রন ধরনটি উচ্চ সংক্রামক এবং অদূর ভবিষ্যতে প্রাধান্য বিস্তারকারী বা ডমিন্যান্ট ধরন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এসব বিষয় এখনও উচ্চতর গবেষণার অবকাশ আছে।

ইতোমধ্যে বিশ্বের ৩০ টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়ে বলেছেন, করোনার অতি সংক্রামক রূপান্তরিত ধরন ডেল্টার চেয়েও সংক্রামক হওয়ার সম্ভাবনা রয়েছে ওমিক্রনের।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x