শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

রামগড় পৌরসভার নগরপিতা  রফিকুল এর দায়িত্ব গ্রহণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৫১

নিউজটি শেয়ার করুন

পার্বত‍্য জেলা খাগড়াছড়ির   রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল আলম(কামাল) সহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা (৫ই ডিসেম্বর ২০২১) রবিবার বেলা ২.৩০টায়  দায়িত্ব গ্রহণ করেন।
রামগড় পৌরসভার আয়োজনে সচিব (অঃদাঃ )আলী ইমরান হোসেন পিংকু  থেকে  পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তারা এই দায়িত্ব বুঝে নেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা  (এমপি) মহোদয়
৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বশরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিশেষ  অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক সাংসদ সদস্য এ,কে,এম আলীম উল্লাহ, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মেলন্দু চৌধুরী, রামগড়  উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মজুমদার,রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানার ওসি (তদন্ত ) রাজীব কর সহ  প্রশাসনের বিভিন্ন স্তরের  কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি সহ জেলা ও উপজেলার  বিশিষ্ট নাগরিকরা।
অনুষ্ঠানে নতুন মেয়র রফিকুল আলম কামাল  তাঁর দায়িত্ব সঠিকভাবে পালনে  রামগড় পৌরসভার অধিনস্থ সকল দপ্তর ও সুশীল সমাজ এবং স্থানীয়  সাংবাদিকদের  সহযোগিতা কামনা করেন।
রামগড় পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা হলেন কনিকা বড়ুয়া, আয়শা বেগম, আনোয়ারা বেগম, মোঃ আব্দুল হক,শ‍্যামল ত্রিপুরা,মোঃ জিয়াউল হক,আহসান উল্লাহ,মোঃ জামাল শিকদার ,মোঃ শামীম,কাজী আবুল বশর,আবুল কাশেম ও মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী,
উল্লেখ যে গত ২৯ সেপ্টেম্বর ২০২১ইং বাংলাদেশের  ১০টি পৌরসভার নির্বাচনের তফসিল  ঘোষণা করেন (ইসি) সে অনুযায়ী খাগড়াছড়ি জেলার রামগড়েও তফসিল অনুযায়ী ২ নভেম্বর সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x