শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন তাহসান-মিথিলা ও শবনম

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৭৩

নিউজটি শেয়ার করুন

তাহসান-মিথিলা ও শবনমকে যেকোন সময় গ্রেপ্তার করা হতে পারে বলে খবর ছড়াচ্ছে। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কেলেঙ্কারিতে যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া এমন তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য সূত্র।

ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এই তিনজনসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
যেকোনো সময় অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, রাজধানীর ধানমন্ডি থানায় গত ৪ ডিসেম্বর ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় তারা নজরদারিতে রয়েছেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধেও মামলা করেছেন সাদ স্যাম রহমান নামে এক ভুক্তভোগী। ইভ্যালি প্রতারণার মামলায় যেকোনো সময় জনপ্রিয় তারকা তাহসান, অভিনেত্রী মিথিলা এবং শবনম ফারিয়াকে গ্রেফতার করা হবে।

মামলার এজাহারে সাদ স্যাম নামে এক ভুক্তগোগীর দায়েরকৃত অভিযোগে বল হয়, ইভ্যালি থেকে তিন লাখ ১৮ হাজার টাকায় মোটরসাইকেল অর্ডার করেছিলেন তিনি। কিন্তু তাকে পণ্য ডেলিভারি দেওয়া হয়নি, টাকাও ফেরত পাননি।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x