বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

গ্রিস ও মালয়েশিয়ার পথ খুলছে, ফেব্রুয়ারিতে সমঝোতা সই!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, অবৈধ পন্থায় প্রবাসে না যেতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বৈধ উপায়ে গ্রিসে শ্রমিক পাঠাতে আগামি ফেব্রুয়ারিতে সমঝোতা স্মারক সই হতে পারে। আর চলতি মাসেই খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার।

এরইমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। দুয়েকদিনের মধ্যে কাগজপত্র আসলে শ্রমবাজার চালুর চূড়ান্ত দিন তারিখ জানা যাবে।

গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউসে এক জরুরী সংবাদ সম্মেলন ডেকে এমন তথ্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এসময় তিনি মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x