বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

বিমানের টিকিটের মূল্যবৃদ্ধির প্রতিবাদ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রােচ্যের প্লেনের টিকেটের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ জানিয়েছে রিক্রুটিং এজেন্সির মালিকরা। গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে টিকেটের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির ফলে রেমিট্যান্স যোদ্ধারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালেও রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। তাদের কাছ থেকেই অযৌক্তিকভাবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ হাজার টাকার টিকিট ৮০-৯০ হাজার টাকা নেওয়া হচ্ছে।এতে হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স যোদ্ধা এয়ার টিকিট না পেয়ে ভিসা ও ছুটির মেয়াদ শেষ হওয়ার উপক্রম হচ্ছে।

তারা বলেন, দ্রুত বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা সম্ভব না হলে হাজার হাজার নতুন ভিসাপ্রাপ্ত ও ছুটিতে দেশে আসা রেমিট্যান্স যোদ্ধারা চাকরি হারাতে পারে।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিক সংগঠনের সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক লায়ন সাইফুল ইসলাম, সদস্য কল্যাণ পরিষদের মহাসচিব লিমা বেগম, সম্মিলিত সমন্বয় ফ্রন্টের মহাসচিব মোস্তফা মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x