শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

টিকিট কাটলেন কিন্তু দেশে ফিরলেন না মুরাদ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মানেই এখন যেনো আলোচনা সমালোচনার শেষ নেই। গত কয়েকমাস ধরে বিভিন্নভাবে আলোচনায় এই সাবেক ছাত্রদল নেতা। অডিও ফাঁসের পর মন্ত্রীত্ব হারানো মুরাদ কানাডা যেতে চাইলে ব্যর্থ হয়ে দেশের টিকেট কেটে না ফিরে দুবাইতেই রয়ে গেলেন। আজ রবিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সে ঢাকায় ফেরার টিকিট কাটা ছিল তার। তবে শেষ পর্যন্ত তিনি দুবাইয়েই রয়ে গেছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, দুবাইয়ে বাংলাদেশি কনস্যুলেট খুললে সেখানে ভিসা তৈরির প্রক্রিয়া শুরু করবেন মুরাদ। এজন্য একাধিকবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগও করেছেন তিনি।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ভোর ৭টা ৫৬ মিনিটে দুবাই থেকে আসা ইকে-৫৮২ ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করে। সকাল ১০টার মধ্যে এয়ারলাইন্সটির প্রায় সব যাত্রীর ইমিগ্রেশন শেষ হয়েছে। ফ্লাইটে ডা. মুরাদ হাসান আসেননি।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের আরকেটি ফ্লাইট আসবে। ভিসা না পেলে এই ফ্লাইটে আসতে পারেন মুরাদ হাসান।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x