শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

বাসে সন্তান প্রসব: আজীবন দেওয়া লাগবে না মা মেয়ের ভাড়া

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৭২

নিউজটি শেয়ার করুন

মাদারীপুর থেকে প্রচেষ্টা পরিবহনের বাসে চড়ে স্বামীর সঙ্গে গাজীপুর যাচ্ছিলেন সন্তানসম্ভবা। পরে ওই বাসের মধ্যেই এক কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটে। প্রচেষ্টা পরিবহনের ব্যবস্থাপক আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সদ্যোজাত ওই শিশু ও তার মায়ের জন্য বাসের ভাড়া আজীবনের জন্য ফ্রি করে দিয়েছে বাস কোম্পানিটি।

প্রচেষ্টা পরিবহনের মালিক নোমান মিয়া বলেন, ‘যেহেতু আমাদের বাসে বাচ্চাটি হয়েছে এ জন্য বাচ্চা ও তার পরিবারের জন্য আমরা আজীবন ভাড়া ফ্রি করে দিয়েছি। এটা উপহার হিসেবে আমরা করেছি। যত দিন সড়কে প্রচেষ্টা পরিবহন চলবে, তত দিন ওনাদের ভাড়া দিতে হবে না।’

জানা যায়, ‘বাচ্চাটি সকাল ১০টায় হয়েছে। পরে বাসের চালক আমাদের কর্তৃপক্ষকে বিষয়টি জানালে মালিকের নির্দেশে মা ও শিশুকে হাসপাতালে নেয়া হয়।’

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x