শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে মানুষের ঢল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৯

নিউজটি শেয়ার করুন

সংগৃহিত

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই জনতার ঢল দেখা গেছে মিরপুরে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিড় করেছেন শহীদদের শ্রদ্ধা জানাতে।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এ সময় দেখা যায়, সকাল থেকে একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ বুদ্ধিজীবীতে সারিবদ্ধভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

শহীদদের স্মরণে হাজারে মানুষের মুখে সেই মেধা শূন্য করার কথা আর কষ্টের বিবরণ।

সকালে কথা হয়, লালবাগ থেকে শ্রদ্ধা জানাতে আসা রহমান মিয়ার সঙ্গে, তিনি বলেন, পাকিস্তানিরা এই দেশের মেধাবিদের মেরে মেধা শূন্য করতে চেয়েছিলো। কিন্তু তারা তা করতে পারেনি। আমাদের দেশ তাদের চাইতে এগিয়ে আছে। এই দেশের মানুষ বুদ্ধিজীবিদের সব সময় স্মরণ করে এবং করবে। শহীদদের হারানোর কষ্ট শক্তি হিসেবে আমাদের এগিয়ে নেবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x