শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

৫-১১ বছরের শিশুদের জন্য নিউজিল্যান্ডে করোনার টিকা অনুমোদন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ড। অল্পবয়সী শিশুদের জন্য দেশটিতে এটিই প্রথম কোনো টিকার অনুমোদন।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২১ দিনের বিরতিতে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকার দু’টি ডোজ প্রয়োগ করা হবে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি মাসের শুরুতে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়ও একই বয়সসীমার শিশুদের জন্য ফাইজারের করোনা টিকার অনুমোদন দেওয়া হয়।

এক বিবৃতিতে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের কোভিড-১৯ টিকা ব্যবহারের অস্থায়ী অনুমোদন দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিষয়ক নীতিনির্ধারণী সংস্থা মেডসেফ এই অনুমোদন দেয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x