শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

নতুন পেঁয়াজে স্বস্তি ফিরছে বাজারে, তবে ব্রয়লার উল্টো পথে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৫৯

নিউজটি শেয়ার করুন

বাজারে নতুন পেঁয়াজ ওঠায় কমতে শুরু করেছে দাম; তবে ব্রয়লার মুরগি হাঁটছে উল্টো পথে। ঢাকার বাজারগুলোতে আজ শনিবার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে; গত সপ্তাহে যা ৮৫ টাকা পর্যন্ত উঠেছিল।

সেই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কমেছে, প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে।

ঘূর্ণিঝড় জোয়াদের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় নতুন পেঁয়াজসহ অন্যান্য ফসলের ক্ষতির অজুহাত দেখিয়ে গত সপ্তাহে হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল।

রামপুরা কাঁচাবাজারের মাহিন স্টোরের বিক্রেতা জহিরুল ইসলাম বলেন, “গত তিন-চার দিন ধরে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। যে কারণে এখন সব ধরনের পেঁয়াজের দাম কমেছে।”

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x