শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:১০ অপরাহ্ন

শ্রীলঙ্কাকে তিন হালি গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৬৯

নিউজটি শেয়ার করুন

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে উড়ছে বাংলাদেশ। রোববার (১৯ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ ব্যবধানে হারায় স্বাগতিক বাংলাদেশ। এ যেনো বাংলাদেশ ফুটবলে অতীত ফিরে পাওয়া।

টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে ভূটানকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করার পর ভারতকে হারিয়েছে ১-০ ব্যবধানে। হেরে যাওয়া ভারত অবশ্য নেপালকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এবার শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী হয়েছে বাংলাদেশ।

পুরো ম্যাচজুড়ে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় মিনিটে গোল পাওয়ার পর একের পর এক আক্রমণে শ্রীলঙ্কাকে পাত্তাই দিচ্ছিল না স্বাগতিকরা। মুড়ি-মুড়কির মতো গোল করে শ্রীলঙ্কাকে উড়িয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x