শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

পঞ্চম ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের হিড়িক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৯

নিউজটি শেয়ার করুন

গতকাল পঞ্চম ধাপের ইউপি ভোটের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে। অনেক এলাকায় জোর করে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ উঠেছে। এ ধাপের নির্বাচনের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হিড়িক দেখা গেছে। এর আগে প্রথম ধাপের ১৪১ জন, দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে ৩৫৭ জন, তৃতীয় ধাপে ৫৬৯ জন এবং চতুর্থ ধাপে ২৯৫ জন বিনাভোটে নির্বাচিত হন।

বিভিন্ন জেলা থেকে পাঠানো খবর:
পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সময় নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সেলিম হোসেন (৩৫) জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। স্বতন্ত্র প্রার্থী কে এম শাহীনের নির্বাচনী কর্মী ছিলেন তিনি।

শাহীন বলেন, শনিবার বিকেল ৪টার দিকে তিনি তার কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর গ্রামে গণসংযোগে যান। এ সময় নৌকার কর্মী-সমর্থকরা হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে সেলিম হোসেনকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ শেষে দেবোত্তর বাজার চৌরাস্তা মোড়ে লাশ রেখে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে আগুন দেওয়া হয়েছে। শুয়াগ্রাম ইউনিয়ন নারায়ণখানা, সাতুরিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় শনিবার রাতে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ জানিয়েছেন।

কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ দফায় ইউপি নির্বাচনে উপজেলার ফাঁশিয়াখালী ও হারবাং ইউনিয়নে আওয়ামী লীগের দুই নেতা নৌকার মনোনয়ন না পেয়ে তাদের নিজ ভাইকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী করেছেন। এ ছাড়া নৌকাকে পরাজিত করতে ওই দুই ইউনিয়নে নৌকা প্রার্থীর বিপক্ষেও তারা কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফার বিরুদ্ধে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

পৌর নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করায় যুবক খুন: পৌর নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ করার জেরে সাব্বির (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে যশোর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। সাব্বির স্থানীয় শংকরপুর এলাকার আকবর আলীর ছেলে।

যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপন কুমার সরকার জানান, পূর্ব বিরোধের জের ধরেই সাব্বিরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হত্যায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x