বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

মলনুপিরাভির অনুমোদন যুক্তরাষ্ট্রে, মিলবে করোনার চিকিৎসা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

নিউজটি শেয়ার করুন

মহামারি করোনার প্রথম এক থেকে দেড় বছর কোন ধরণের ভ্যাকসিন বা ওষুধ যখন পাওয়া যাচ্ছিলো না তখন মানুষের মধ্যে একধরণের হাহাকার উঠেছিলো। প্রশ্ন উঠেছিলো বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের সক্ষমতা নিয়েও। পরে দেরিতে হলেও ধীরে ধীরে বের হয়েছে ভ্যাকসিন এখন বিভিন্ন দেশ অনুমোদন দিতে শুরু করেছে করোনার ওষুধ।

মহামারি করোনা রুখতে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রাপ্তবয়স্কদের কভিড-১৯ চিকিৎসার জন্য মার্কের মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। ২৩ ডিসেম্বর এ অনুমোদন দেওয়া হয়েছে।

স্বল্প থেকে মাঝারি মাত্রার উপসর্গের করোনা রোগীদের ক্ষেত্রে এটি বেশি কার্যকরী।

যারা হাসপাতালে ভর্তি বা করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে এবং যাদের জন্য করোনার বিকল্পগুলি চিকিৎসা প্রযোজ্য তাদের চিকিৎসায় মলনুপিরাভিরের প্রয়োগ প্রযোজ্য হবে না।

মলনুপিরাভির ১৮ বছরের কম বয়সী রোগীদের ব্যবহারের জন্য অনুমোদিত নয় কারণ মলনুপিরাভির হাড় এবং তরুণাস্থির বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x