শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

কুমিল্লায় ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৫

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলাকালে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভোটাররা বলছেন, ভোট দিতে এসেও শান্তি নেই। কত বছর হয়ে গেলো ঠিকমতো ভোটটাও দিতে পারি না। নিজেরা নিজেরা মারামারি করে কোন লাভ আছে। রহমান মিয়া নামে একজন বলেন, ভোট দিতে মাত্র লাইনে দাঁড়াইছি। অনেক শব্দ হইলো তারপর সবাই দৌড় দিলো। আমিও দৌড় দিলাম। এইটা কোন কথা।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাশেদুল হক খান বলেন, সকাল সাড়ে ৯টার হঠাৎ করে বহিরাগতরা কেন্দ্রে প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। এ সময় পুলিশের সঙ্গে বহিরাগতদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আধা ঘণ্টা বন্ধ থাকার পর ভোট পুনরায় শুরু হয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x