শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

নান্দাইলে নৌকার অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৯৫

নিউজটি শেয়ার করুন

নান্দাইলে আগামী ৫ জানুয়ারী ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রচার প্রচারনায় ব্যস্থ সময় পার করছে প্রার্থীরা। এর মধ্যে গাংগাইল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান খোকনের নির্বাচনী অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামের ঠাকুর বাড়ি সংলগ্ন নৌকা অফিসে এ ঘটনা ঘটে।

গয়েশপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক অভিযোগ করে জানান : স্বতন্ত্র প্রার্থী এঘটনা দিন রাত ১ টা পর্যন্ত অফিসের পাশে আরেকটি অফিসে অবস্থান করেছিল। হামলায় অফিসের সামনে বানানো নৌকা আগুন লাগিয়ে পুড়ানো হয়েছে। অফিস ভাংচুর করা হয়েছে।

গাংগাইল ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিয়ারু অভিযোগ করে জানান, নৌকার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান নয়নের সমর্থকরা হামলা ও অগ্নিসংযোগ করেন।

অভিযোগে ব্যাপারে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নয়নের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামানের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মিটিংয়ে আছি পরে কথা হবে বলে ফোন কেটে দেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x