শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

পটুয়াখালীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৬

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীর বাউফলে বিশেষ বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সাংবাদিক, ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের অন্তত ৫০জন আহত হয়েছেন। সোমবার বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত বগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হাসানকে বরিশাল ইসলামীয়া হাসপাতালে এবং যুবলীগ নেতা জসিম (৩৪), মিজান মোল্লা (৪০), সুমন (৩০) ও আশ্রাফকে (২৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে শহরে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সংঘর্ষের দৃশ্য ধারণ করার সময় বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, যুগান্তর প্রতিনিধি মশিউর রহমান মিলন আহত হয়েছে। সাংবাদিক মিলনের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ধারণকৃত ভিডিও মুছে মোবাইল ফোনটি ফেরৎ দেয়া হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x