শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন

থামছে না নির্বাচনী সহিংসতা, আরো চার জন নিহত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪

নিউজটি শেয়ার করুন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণার দুই দিন পেরিয়ে গেলেও সহিংসতা থামছে না। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ও আগের দিন সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সংঘর্ষ, হামলা ও গুলিতে আরো চারজন নিহত হন। এ নিয়ে চলমান ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় ৮৯ জনের মৃত্যু হলো।

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার বা এলাকা কেন্দ্রীক ভোট হওয়াতে এটি হচ্ছে। জাতীয় ভোটে এমনটা হয় না। এসব ঝামেলার বেশির ভাগই এলাকা এবং পাড়া মহল্লার পূর্ব শত্রুতার জেরে হয়ে থাকে। এসবের সঙ্গে যুক্ত হয় ভোট যুদ্ধ।

গত দুই দিনে জামালপুরের সরিষাবাড়ীতে দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিজয়ী ইউপি সদস্য ও যুবলীগ নেতা ফিরোজ কবীর ও তাঁর সমর্থকদের হামলায় পরাজিত ইউপি সদস্য নিহত হন। পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিতে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নে পরাজিত নৌকার প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x