শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

বাস উল্টে ভ্যানকে চাপা, ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৭

নিউজটি শেয়ার করুন

সড়কে মানুষের জীবনাবসনা যেনো থামছেইনা! প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা সড়কে জ্বরছে প্রাণ। চালকদের অসচেতনায় এসব ঘটনা বেশি ঘটছে। তবে পথচারিদেও দায় দেখছেন অনেকে। রাস্তায় নামানো যানবাহনের কোন ধরনের পরীক্ষা-নীরিক্ষা ছাড়া নামা দূর্ঘটনার অন্যতম কারণের একটি। চালক ও হেল্পারদের এই বিষয়ে নজরই থাকে না। এবার সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে পাশের রাস্তায় ছিটকে পড়ে একটি ভ্যানকে চাপা দিলে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার সকাল ১০টার দিকে গোজা ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি উল্টে মহাসড়ক থেকে পাশের রাস্তায় ছিটকে পড়ে ব্যাটারি চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ভ্যানে থাকা চারজন মারা যান। এসময় আহত হন অন্তত ১০ জন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x