শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

শীত কমে, কমে না সবজির দাম! সবার ওপরে বরবটি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫২

নিউজটি শেয়ার করুন

সব বদলে যাচ্ছে, কিছুই ঠিক থাকছে না আগের মতো। প্রতিদিনই মানুষের ব্যায় বাড়ছে। তরকারি বাজার থেকে শুরু করে ঘরের জন্য জরুরি ছোট পণ্য সব কিছুরই দাম বাড়ছে। দামের এই উর্ধ্বগতি শীতের সময় তরকারি বাজারে কিছুটা প্রভাব ফেলে কমাতে পারলেও এবার সেটি হচ্ছে না। শীত কমতে শুরু করলেও সবজির দাম আর কমছে না। চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। বাজারে দামের দিক দিয়ে শীর্ষ স্থান দখল করেছে বরবটি। ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে সবজিটি।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, শীতের বাজারেও সব ধরনের সবজির দাম চড়া। দুই-একটি সবজি ছাড়া এখনও বেশির ভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, অন্য কোনো বছর শীতের সময় এত বেশি দামে তারা সবজি কেনেননি। বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, সিম প্রতি কেজি ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ টাকা, করোলা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৪০ টাকা, মুলাও প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে বরবটি। প্রতি কেজি বরবটির ৮০ টাকায় বিক্রি করছেন দোকানীরা। কোনো কোনো দোকানে আবার এর চেয়েও বেশি দাম চাওয়া হচ্ছে।

অন্যদিকে ফুলকা (পিঁয়াজের ফুল) প্রতি আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়, বাঁধাকপি ছোট সাইজের প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০ টাকায়, ছোট ব্রোকলিও প্রতি পিস ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভালো মানের প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। পাশাপাশি শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, খিড়া প্রতি কেজি ৪০ টাকা এবং গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x