শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে শ্রমিকজনতা দিশেহারা: ইসলামী শ্রমিক আন্দোলন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৫০

নিউজটি শেয়ার করুন

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপত্বি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, নিত্যপণ্যের উর্ধ্বগতির ফলে শ্রমিক-জনতা দিশেহারা। বার বার চাল, ডাল, তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠছে। এ অমানবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমিক-জনতা আজ অসহায় জীবন যাপন করছে।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন প্রধানিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শুরা অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক। বক্তব্য রাখেন নগর নেতা মুফতী ছিদ্দিকুর রহমান, এইচ এম আনিসুর রহমান, সৈয়দ ওমর ফারুক যশোরী, মুহা. কামাল হোসেন প্রমুখ।

শুরা অধিবেশনে হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়াকে সভাপতি, ডা. মজিবুর রহমানকে সহ-সভাপতি এবং এইচ এম আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর দক্ষিণ ইসলামী শ্রমিক আন্দোলনের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা না থাকায় শ্রমিকরা আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x