বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

আগামীকাল থেকে অকেজো সব ব্ল্যাকবেরি ফোন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

ব্ল্যাকবেরি ফোনগুলো এবার ওজনদরে বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। কারণ, ৪ জানুয়ারি থেকে অকেজো হতে চলেছে সব ব্ল্যাকবেরি মোবাইল।

সর্বপ্রথম লিলিপুটিং এই খবর জানায়। মূলত বন্ধ হতে চলেছে ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম বা ব্ল্যাকবেরি প্লেবুক অপারেটিং সিস্টেমের সার্ভিস।

তার মানে, যেসব ব্ল্যাকবেরি ফোন ওএস ৭.১ বা নতুন বিবি ১০ সফটওয়্যার দিয়ে চলছে, মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে সেগুলো আর কাজ করবে না। ফলে এই মোবাইল ফোন থেকে এসএমএস বা জরুরি কল করা যাবে না।

ব্যবহারকারীদের সতর্ক করে এক বার্তায় ব্ল্যাকবেরি বলেছে, ওয়াইফাই বা মোবাইল ডেটা ব্ল্যাকবেরি ফোনে আগের মতো ভালো ব্যবহার করা যাবে না। পাশাপাশি আবার একাধিক অ্যাপ যেমন, ব্ল্যাকবেরি লিঙ্ক, ব্ল্যাকবেরি ডেস্কটপ ম্যানেজার, ব্ল্যাকবেরি প্রোটেক্ট, ব্ল্যাকবেরি মেসেঞ্জার, ব্ল্যাকবেরি ব্লেন্ড– এসব অ্যাপও আর আগের মতো পারফর্ম করবে না।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x