শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

করোনার বেশি ঝুঁকিতে ঢাকা চট্টগ্রামসহ ১২ জেলা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩১

নিউজটি শেয়ার করুন

দেশের ১২টি জেলা করোনার উচ্চ ঝুঁকিতে একং ৩২টি জেলা মধ্যম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ড্যাশবোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত দেশে করোনা সংক্রমণের হার কম থাকলেও ৯ ডিসেম্বর করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকেই দেশে করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকে।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ড্যাশবোর্ডে পাঁচটি রঙে দেশের ৬৪ জেলাকে নিয়ে আসা হয়েছে। সেগুলোকে অধিকতর গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০% – ৩৯%), গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০% – ২৯%), লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০% – ১৯%), কমলা (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫% – <১০%) ও সবুজ (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার < ৫%) রঙে চিহ্নিত করা হয়েছে।

তাতে দেখা যায় উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x