শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩২

নিউজটি শেয়ার করুন

বিনা নোটিশে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রী পর্বের শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ দেখান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো নোটিশ ছাড়াই চলমান ডিগ্রি পরীক্ষা হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। কেন্দ্রে পরীক্ষা দিতে এসে তারা জানতে পারছেন যে পরীক্ষা হবে না। এভাবে হয়রানির করার প্রতিবাদ জানান তারা। অথচ আজই তাদের শেষ পরীক্ষা ছিলো।

আন্দোলনরত শিক্ষার্থী মহসিন হক জানান, ‘দীর্ঘদিন ধরে ডিগ্রি শেষ করতে পারছি না। সেই ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেয়ার কথা ছিলো। কোভিড বাস্তবতায় হয়নি। দীর্ঘ সময় পরে গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

কোনো নোটশ ছাড়াই এভাবে পরীক্ষা স্থগিত করার প্রতিবাদ জানাই। এভাবে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না।’

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x