শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

দুই কোটি ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ আইপিএল নিলামে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪৭

নিউজটি শেয়ার করুন

২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে গতবারের মতোই এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এই ভিত্তিমূল্যেই নিলামে আছেন। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের খেলোয়াড়দের সংখ্যা কম হওয়াটা অনেকের কাছে শোভনীয় মনে হচ্ছে না। যেখানে নেপালের ১৫ জন খেলোয়াড় নিবন্ধীত হয়েছেন সেখানে বাংলাদেশের মাত্র ৯ জন।

নিলামে উঠা খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবার মেগা অকশনে উঠছে মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম।

এবার বিদেশি ক্রিকেটাদের মধ্যে ২৭০ জনের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৩১২ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার।

এবার সাকিব ও ফিজ ছাড়া আরও ৭ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম নিলামের জন্য নিবন্ধিত হয়েছে। তবে সর্বোচ্চ ৫৯ জন ক্রিকেটারের নাম থাকছে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ জন দক্ষিণ আফ্রিকার, ওয়েস্ট ইন্ডিজের ৪১ জন, শ্রীলঙ্কার ৩৬ জন, ইংল্যান্ডের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন এবং আফগানিস্তানের ২০ জন। এমনকি নেপালের ১৫ জন এবং যুক্তরাষ্ট্রের ১৪ জন ক্রিকেটারের নামও থাকছে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x