শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ন

মুম্বাইয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ড: নিহত ৭

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪৪

নিউজটি শেয়ার করুন

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের একটি ২০তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় সকালের এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সকাল ৭টার দিকে নগরীর টারদেও এলাকায় গান্ধী হাসপাতালের বিপরীত দিকের কমলা ভবনের ১৮তলায় আগুনের সূত্রপাত হয়।

মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকার বার্তা সংস্থা এএনআইকে জানান, ছয় জন বয়স্ক লোক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের অক্সিজেন সাপোর্ট দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে কিন্তু প্রচুর ধোঁয়া রয়ে গেছে। সবাইকে উদ্ধার করা হয়েছে।”

খবর পাওয়ার পর দমকল কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x