শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন

সশরীরে চলবে ববির পরীক্ষা, খোলা থাকবে হল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪৩

নিউজটি শেয়ার করুন

সরকার ঘোষিত স্কুল ও কলেজ ২ সপ্তাহের ছুটির বরাতে আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উক্ত একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে চলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল,ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে বলে সিদ্ধান্ত নেয়।

এছাড়া মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে এবং পরবর্তীতে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নিবে বলে জানায়।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয় ।পাশাপাশি পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকার সিদ্ধান্ত নেয়।

এছাড়াও জানানো হয় যে,প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে এবং প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে । বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে ও শিক্ষাকার্যক্রম চালু রাখার জন্য একাডেমিক কাউন্সিলে এ সকল সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x