মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন

রাজধানীর রামপুরার আগুন নিয়ন্ত্রণে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গত সোমবার (২৪ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

স্থানীয়রা জানান, হঠাত আগুনে এলাকার চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটোছুটি শুরু করেন।

তিনি বলেন, সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট প্রাথমিকভাবে যায়। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। মোট পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যেহেতু এটি বৈদ্যুতিক সাব স্টেশন, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x