শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ পূর্বাহ্ন

রমজানের শুরুতেই বাজারে আসছে মধুপুরের আনারস

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের মধুপুরের আনারস এবছর রমজান মাসের শুরুতেই বাজারে আসবে বলে জানান আনারস চাষীগন। মধুপুরের আনারস দেশের সব জায়গায়ই জনপ্রিয়। পুরো মধুপুর জুড়েই আনারসের প্রচুর চাষ হয়। মধুপুরের আনারস স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় জলডুগি বা জয়ন্টকিউ জাতের আনারস এখন দেশের সীমানা পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

সাম্প্রতি সরেজমিনে আউশনারা, আলোকদিয়া, বেরিবাইদ, অরণখোলা, জলছত্র, ইদিলপুর, দানকবান্দাসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় রমজান মাসে আনারস বিক্রির লক্ষে সকল আনারস চাষী বাগানের পরিচর্যা বাড়িয়ে দিয়েছেন ,সকলেই ব্যস্ত নিজস্ব আনারস বাগান নিয়ে।

স্থানীয় আনারসচাষী হলুদিয়া গ্রামের নজরুল ইসলাম, আউশনারার হেলাল মাস্টার, লাইনপাড়ার লালমিয়া সহ অন্যান্য চাষীগণের সাথে কথা বললে তারা জানান এবছর পহেলা রমজান থেকেই জলডুগী আনারস বাজারজাত করা হবে, সারা রমজান মাস ব্যাপি আনারস পাওয়া যাবে। ধারণা করা হচেছ এবছর রমজান মাসেই শেষ হবে ৮০% জলডুগী আনারস।

এবছর আনারসের চাহিদা প্রচুর। তাই আনারস চাষীরা এবছর ভালো দাম পাবে বলে আশা করছেন তারা।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x