শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

লঞ্চে অগ্নিকাণ্ডে হারিয়ে যাওয়া নানি-নাতির খোঁজ নেই এক মাসেও

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৪২

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার এক মাস পূর্ণ হলেও এখনো নিখোঁজ রয়েছেন বরগুনার তালতলী উপজেলায় ছোটবগী গ্রামের নানি-নাতি। দুর্ঘটনার পরদিন গত ২৪ ডিসেম্বর বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২২ জন নিখোঁজের মধ্যে ওই দুজন ছিলেন। পরিবারের সদস্যরা অন্তত শেষবার তাদের শেষ চিহৃ হলেও দেখার আসায় প্রহর গুনছেন। গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিনরুম থেকে আগুনের সূত্রপাত হয়ে ৪২ জনের মৃত্যু হয়।

নিখোঁজ দুজন হলেন তালতলী উপজেলার ছোটবগী এলাকার কামাল শিকদারের স্ত্রী রেখা বেগম (৩৫) ও তাঁর নাতি মো. জুনায়েদ শিকদার (৭)।

রেখার স্বামী কামাল শিকদার মুঠোফোনে বলেন, ‘মনকে বোঝাতে পারছি না। কি কমু। হায়রে এমন জানলে ঘর থেকে বের হইতে দিতাম নাগো ভাই। কবে ওরা ফিরা আইবো সেই আশায় আছি। না আসলেও যাতে একটাবার তাগোরে দেখতাম পারি এইডাই চাই আল্লাহর কাছে। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে। ’

তালতলী থানার ওসি মো. সাকোয়াত হোসেন তপু বলেন, রেখা বেগম ও তাঁর নাতির খোঁজ নেই।

 

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x