শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২২ অপরাহ্ন

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১০ হাজারের বেশি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

বিশ্বজুড়ে করোনার ভ্যারিয়েন্ট ডেলটা ও ওমিক্রনের ফলে যেমন বাড়ছে আক্রান্ত, তেমনি বাড়ছে মৃত্যুও। এই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও (শুক্রবার) করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখ ছাড়িয়ে গেছে। এই সময়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটার্স-এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ১০ হাজার ১০২ জন। এতে মারা গেছেন ১০ হাজার ৩২৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩০০ জন এবং এই রোগে মারা গেছে ২ হাজার ৭৩২ জন।

তবে করোনা নিয়ে আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার ধরণ ধীরে ধীরে শক্তি কমে আসছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x