শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

রওশনের শারীরিক অবস্থার খবর নেন না জাপার নেতারা!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

তিন মাসের অধিক সময় ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। কিন্তু বর্তমানে এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার প্রকৃত চিত্র কী— তা জানেন না জাতীয় পার্টির নেতারা। এমনকি তার ব্যক্তিগত কর্মকর্তারাও বিষয়টি জানেন না। এখন প্রশ্ন উঠেছে দলের এমন একজন গুরুত্বপূর্ণ নেত্রীর শারীরিক অবস্থার জানতে চেষ্টা করেছে কিনা দলের অন্য নেতারা।

বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছু সমালোচনাও চলছে।

অভিযোগ রয়েছে, রওশন এরশাদের সঙ্গে ব্যাংককে থাকা তার ছেলে সাদ এরশাদ জাতীয় পার্টির নেতাসহ রওশন এরশাদের সরকারি ও ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগে অনাগ্রহী। মাঝেমধ্যে তার সঙ্গে যোগাযোগ হলেও মায়ের শারীরিক অগ্রগতি বা অবনতি সম্পর্কে খুব বেশি জানাতে উৎসাহ দেখান না। ফলে, রওশন এরশাদের শারীরিক অবস্থার প্রকৃত চিত্র দেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী ও তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে নেই।

এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক কো-চেয়ারম্যানের দাবি, সাদ এরশাদ জাপার নেতাদের কারও ফোন ধরেন না। শুধুমাত্র দলের চেয়ারম্যান চাচা জি এম কাদেরের ফোন ধরেন। সেটাও নিয়মিত না।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x