শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

চার বিভাগে আজ বইবে শৈত্যপ্রবাহ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

দেশের চারটি বিভাগ ও কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। রোববারও সেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। গতকাল শনিবার রাতে আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, দেশের যেসব অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, রোববারও সেসব এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এরপর অঞ্চলের সংখ্যা কমে প্রশমিত হতে থাকবে।

তিনি বলেন, এ মাসে তাপমাত্রা কমার আভাস নেই। বরং সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। এ মাসে বৃষ্টিরও আভাস নেই। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x