শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন

ট্রেন বন্ধ হচ্ছে না, রানিং স্টাফদের আন্দোলন স্থগিত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। রবিবার (৩০ জানুয়ারি) রেলভবনে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুজিবর রহমান।

তিনি বলেন, বৈঠকে আমাদের দাবি-দাওয়া আদায়ের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। এ কারণে আমাদের আগামীকালের কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। তাই ট্রেন চলাচল বন্ধ হবে না। প্রধানমন্ত্রীও আমাদের বিষয়টি দেখছেন।

বৈঠক সূত্রে জানা যায়, রেল সচিব ড. মো. হুমায়ুন কবির আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। বিকেল ৪টার দিকে রেল সচিবের সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে রানিং স্টাফ কর্মচারী ঐক্যপরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় রাত ৮টার দিকে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x