বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

সিনহা হত্যা মামলার রায়, আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

আলোচিত সিনহা রাশেদ খান হত্যা মামলা নিয়ে উত্তাপের শেষ নেই। তাঁর হত্যাকাণ্ডের মাধ্যমে বের হয়ে আসে ওসি প্রদীপ এবং কক্সবাজার টেকনাফের ভয়াবহ এক চিত্র। যদিও রাশেদ ওইখানকার বাস্তব চিত্র তুলে ধরতে চাওয়াটাই কাল হয়েছে তাঁর জীবনের।

দেশজুড়ে আলোচিত কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজার দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

আসামিদের আদালতে আনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সরেজমিন দেখা যায়, আদালত প্রাঙ্গণ ও বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আসামিদের আদালতে আনার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। আদালতের নির্দেশ পেলে আসামিদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হবে। তবে কোন সময়ে আনা হবে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, দুপুর দুইটার দিকে তাদের আনা হতে পারে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x