নিজেদের অজেয় যাত্রা ধরে রেখেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাতিন অঞ্চল থেকে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস।
নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি আর্জেন্টিনার আগের ম্যাচে চিলির বিপক্ষেও ছিলেন না। কোভিড থেকে সেরে ওঠা লিওনেল মেসিকে ধকল কাটিয়ে উঠতে যথেষ্ট সময় দিতে এবং পিএসজির অনুরোধে তাকে বাছাইয়ের এই পর্বের দুই ম্যাচে দলে রাখেননি স্কালোনি।
এছাড়া কার্ডের খাড়ায় হারাতে হয় আরও চার জনকে। তবে আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি। যথেষ্ট গোল না হলেও প্রত্যাশিত জয় ঠিকই পেয়েছে আলবিসেলেস্তারা।
এ জয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত টানা ২৯ ম্যাচে অপরাজিত রইল। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এই যাত্রা শুরু হয়েছিল।
কাতার বিশ্বকাপে এই অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।