রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

মিলিশিয়াদের হামলায় নিহত অন্তত ৬০

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত লোকজনের একটি শিবিরে মিলিশিয়াদের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠীর প্রধান ও শিবিরটির একজন বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বুধবার ভোররাতে হামলাটি চালানো হয়।

তারা দুজনই জানান, ইতুরি প্রদেশের বুলের কাছে সাভো শিবিরে স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে হামলাটি চালানো হয়। এই হামলার জন্য সিওডিইসিও মিলিশিয়াদের দায় দিয়েছেন তারা।

তিনি জানান, মঙ্গলবার রাতে কঙ্গোর সেনারা ওই মিলিয়াদের খোঁজ পেয়েছিল, কিন্তু হামলাকারীরা ওই শিবিরে পৌঁছতে দিক পরিবর্তন করে তাদের পাশ কাটিয়ে যায়।

এনআরসি জানিয়েছে, ইতুরি প্রদেশের ১৭ লাখ বাস্তুচ্যুত মানুষের মধ্যে সাভো উদ্বাস্তু শিবিরে ২৪ হাজার আশ্রয় নিয়ে আছে। ২০২১ সালে এই প্রদেশটিতে অন্তত ১২০০ বেসামরিক নিহত হয়েছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x