বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

৮ দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি আরব

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশসহ এশিয়া এবং ইউরোপের আরও ৮ দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নিয়োগ শুরু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক দৈনিক গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের অর্থনৈতিক সংবাদপত্র আল ইকতিসাদিয়াহকে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নতুন এই ৮ দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। অন্য ১৬টি দেশের সঙ্গে ওই দেশগুলো থেকেও গৃহকর্মী নেওয়া হবে।

বর্তমানে যেসব দেশ থেকে সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে, সেসব দেশ হলো ফিলিপাইন, নাইজার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি এবং কেনিয়া।

দেশটিতে অধিকার এবং দায়িত্ব সম্পর্কে কর্মীদের অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ এবং নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তি-ভিত্তিক সম্পর্কসহ এ সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবার বিষয়ে জানানোর জন্য ওই কর্মসূচি নেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x