শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

জনমতকে উপেক্ষা করে ইসি গঠন আইন কোন কাজে আসবে না

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬

নিউজটি শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ও সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, জনমতের কোন প্রকার তোয়াক্কা না করে তড়িঘড়ি করে ইসি গঠন আইন করে সরকার চলমান সঙ্কটকে জিইয়ে রেখেছেন। গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার গঠন সময়ের অনিবার্য দাবিতে পরিণত হয়েছে।

কাজেই নতুন ইসি গঠন আইন বাতিল করে বিরোধী রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সরকার গঠন আইন করুন। তবেই সঙ্কট নিরসন করা সম্ভব হবে। তিনি জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে বলেণ, অন্যথায় দেশপ্রেমিক জনতা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

আজ শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর ও থানা শাখার এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, মুফতী আব্দুল আহাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, মো. ফজলুল হক মৃধা, প্রকৌশলী গোলাম মোস্তফা, মাওলানা কামাল হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x