বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে নাম চাইবে সার্চ কমিটি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের কাছ থেকে নাম চাইবে সার্চ কমিটি। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে প্রথম মিটিং ছিলো। আগামীকাল থেকে ১৫ কার্যদিবস আছে। এর আগেই ইনশাআল্লাহ এটা করে দেওয়া হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x