শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

চোরাইপথে আসা ভারতীয় ১০ গরুর প্রকাশ্য নিলামে বিক্রি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে অবৈধ পথে আসা চোরাই ভারতীয় ১০ টি গরু আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতীয় গরুর প্রকাশ্য নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রয়ারী) রাতে সদরে বিজিবি ক্যাম্পের চত্বরে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম ১৩ জন অংশ নেয় লাখ ৭ লাখ ৮০ হাজার টাকায় গরুগুলো বিক্রি হয়। নিলামে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার ১৮ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মিজানুর রহমান জেলার শুল্ক গুদাম কর্মকর্তা মোঃ মেহেদী হাসান
উপজেলা সদর বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম প্রমুখ।

স্থানিয় সূত্রে জানা যায়, ভারতীয় গরুর প্রকাশ্য নিলামে ১৩ জন ব্যবসায়ী অংশ নেয়। এদের সদর উপজেলার মমিন পাড়া গ্রামের আবজল হোসেন নামে একজন গরু ব্যবসায়ী সর্বোচ্চ দর ভ্যাট বাদ রেখে ৭ লাখ ৮০ হাজার টাকা ডেকে তিনি ক্রয় করেন।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রয়ারী রাতে তেঁতুলিয়ায় সীমান্ত থেকে ১০ টি ভারতীয় চোরাই গরু বিজিবি উদ্ধার হয় বলে জানা যায়। এ ব্যাপারে তেতুলিয়া বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এ প্রতিবেদকে- জানান, ১০ টি গরু নিলামের খবরটি নিশ্চিত করেছে।

 

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x