বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

নোটিশ ছাড়া মুক্তিযোদ্ধার বাড়ির দেয়াল ভেঙে ফেলার অভিযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

নোটিশ ছাড়াই একজন মুক্তিযোদ্ধার বাড়ির দেয়াল ভোল ডোজার দিয়ে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সড়ক ও জনপদ বিভাগের উপর। গতকাল ১৩ ফেব্রুয়ারী রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে দিনাজপুর কাচারি রোড ঈদ গাঁ আবাসিক এলাকায় মকবুল হোসেনের বাসায়।

মুক্তিযোদ্ধা মকবুল হোসেন জানান, ১৯৪৭ সাল থেকে প্রায় ১০ শতক সরকারী জায়গায় পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। তিনি একজন অসহায় গরীব বীর মুক্তিযোদ্ধা। ২০০৯ সালে সড়ক ও জনপদ বিভাগ নোটিশ প্রদান করে, নোটিশে উল্লেখ করা হয় ১৫ দিনের মধ্যে এ জায়গা ত্যাগ করার জন্য অন্যথায় ভেঙে ফেলা হবে।

এর পর থেকে মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সরকারের বিভিন্ন দফতরে গিয়ে তদবির করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। পরে আর কোন নোটিশ প্রদান করেনি সড়ক ও জনপদ। হঠাৎ করে তারা ভোল ডোজার দিয়ে বীর মুক্তিযোদ্ধার বাসার দেয়াল ভেঙে ফেলে। এ বিষয়টি নিয়ে মুক্তি যোদ্ধাদের মাঝে আলোচনা ও সমালোচনা চলছে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x