শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

ছুটির দিনে সকালেই বইমেলা জমজমাট

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

করোনার হানা নির্দিষ্ট সময় শুরু না হওয়া আর এ মাসের মেলা সামনের মাসে চলে যাওয়াসহ মেলা শুরুর আগের নড়বড়ে প্রস্তুতির পরও জমে উঠছে এবারের অমর একুশে বইমেলা। আজ চতুর্থ দিন শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই এদিন মানুষের উপস্থিতি বেড়েছে। মেলা প্রাঙ্গন হয়ে উঠেছে জমজমাট।

তবে এদিন মেলা প্রাঙ্গণে স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টিয়েই সময় পার করেছেন তারা।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ছুটির দিনের সকালে প্রাণের মেলায় আসা প্রায় প্রত্যেকেই বই কেনা থেকে ঘুরে ঘুরে বই দেখার প্রতিই মনোযোগী ছিলেন বেশি। এ সময় অন্যপ্রকাশ, অনন্যা, ঐতিহ্য, বাতিঘর, অ্যাডর্ন, বেঙ্গল পাবলিশার্স, মাওলা ব্রাদার্স, প্রথমাসহ বিভিন্ন স্টলে ভিড় ছিল।

কথা হয় মেলায় আসা শিশির আহমেদের সঙ্গে। ছুটির দিনে পুরো পরিবার নিয়ে তিনি এসেছেন বইমেলায়। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলেন বই। কথা হলে বলেন, সাপ্তাহিক ছুটির দিনে সকলে একসঙ্গে বইমেলায় ঘুরতে এলাম। আজ ঘুরে দেখছি। পছন্দের বইগুলো লিস্ট করে রাখছি, আগামীতে কিনবো।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x