শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন

শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের মারামারি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪

নিউজটি শেয়ার করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেই মারামারিতে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) শহীদ বেদিতে আগে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ঢাবির জগন্নাথ হল ছাত্রলীগের সঙ্গে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগ সংঘাতে জড়িয়ে পরে। তাতে যোগ দেয় বিজয় ৭১ হল ছাত্রলীগের নেতাকর্মীরাও।

তাদের মধ্যে বাঁশ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় শহীদ মিনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। এ সময় রাস্তায় পড়ে এবং লাঠির আঘাতে অন্তত ১০ জন আহত হন। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মারামারিতে লিপ্ত হন। কে কার আগে ফুল দিতে পারবে সেটা নিয়ে বাগবিতণ্ডার পর বিষয়টি মারামারির পর্যায়ে চলে যায়।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x