শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

রেফারিং বিতর্কে উত্তাল দেশের ফুটবল

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

নিউজটি শেয়ার করুন

রেফারিং বিতর্কে উত্তাল দেশের ফুটবল। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে ক্লাবগুলো। এমন সময় রেফারিং নিয়ে প্রতিক্রিয়ায় যুক্ত হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও।

রেফারিং নিয়ে সমালোচনায় কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করায় সাম্প্রতিক সাম্প্রতিক সময়ে বাফুফের শোকজ ও আর্থিক জরিমানা শিকার হয়েছে কিছু ক্লাব। রেফারিদের সম্মান ও স্বার্থ রক্ষায় বাফুফে যেখানে এমন ভূমিকায় সেখানে খোদ বাফুফে সভাপতি গত পরশু দিন সংবাদ মাধ্যমের সামনে সরাসরি বলেছেন যে রেফারির সিদ্ধান্ত এক দলের পক্ষে (বসুন্ধরা) ও আরেক দলের বিপক্ষে (সাইফের) যাচ্ছে। বাফুফে সভাপতির প্রকাশ্যে এমন বক্তব্যের পর ফুটবলাঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

দেশের ফুটবলের সর্বোচ্চ ব্যক্তি রেফারিং নিয়ে এমন মন্তব্য এখনও বিশ্বাস করতে পারছেন না সাবেক ফিফা রেফারি ও চার দশকের বেশি সময় রেফারিংয়ের সঙ্গে যুক্ত এম আর মুকুল, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না উনি (সভাপতি) এটা বলেছেন। রেফারি ফুটবলের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ অংশ। রেফারিদের শাস্তি, সমালোচনা সব কিছু গোপনীয়। আমি কখনো রেফারিং নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে প্রকাশ্যে এমন বক্তব্য শুনিনি।’ সালাউদ্দিনের বক্তব্য সম্পর্কে সাবেক রেফারি মনসুর আজাদের প্রতিক্রিয়া, ‘দায়িত্বশীল ব্যক্তিবর্গের খেলার বিচারকদের সম্পর্কে সুবিবেচনা প্রসূত মন্তব্য করা প্রয়োজন। এমন কোনো মন্তব্য না করাই শ্রেয় যা খেলার বিচারকদের মানসিকভাবে প্রভাব ফেলে।’

দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য ফুটবল কর্তাদের নতুন কিছু নয়। এই রেফারিং ইস্যুতেই সিনিয়র সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী কয়েক সপ্তাহ আগে বলেছিলেন, ‘বিদেশি রেফারি বুঝবে না কোনটা বড় দল কোনটা ছোট দল। রেফারিরা আইন অনুযায়ী বাঁশি বাজান তাদের কাছে বড়-ছোট দল বিবেচ্য নয়।’

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x