গোপালগঞ্জে সফররত বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজানুল হক চৌধুরী (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় গোপালগঞ্জের সার্কিট হাউসে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মো: রাজিব হোসেন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অমল কৃষ্ণ মন্ডল, যুগ্নসচিব, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ বিভিন্ন মন্ত্রণলয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
মোঃ মিজানুল হক চৌধুরী পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অবকাঠামোগত অবস্থান এবং একাডেমিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বাংলাদেশসহ বিশ্বের সামগ্রিক জলবায়ু পরিবর্তন এবং দেশের পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা করেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন আয়োজনে উপস্থিত থাকার আহবান জানালে তিনি বলেন, “বিভিন্ন অনুষ্ঠানে আমার সাথে যোগাযোগ করলে সময় সংকুলান সাপেক্ষে আমি উপস্থিত থাকার সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ প্রদান করে বলেন, “পরিবেশ বিজ্ঞানে উচ্চ শিক্ষার সুযোগ অনেক বেশী, সেই সুযোগ গুলোকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন।”
মোঃ মিজানুল হক চৌধুরীকে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান বিভাগের সভাপতি মোঃ রাজিব হোসেন।
এসময়ে প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো: মেহেদী হাসান, মো: আমিনুল ইসলাম, মো: মেহেদী হাসান আশিক, পার্থ প্রতীম ব্রহ্ম, মো: নাজমুল হাসান, মো: শামীম হোসাইন, রিফাত ইসলাম প্রমুখ।