বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এত বাড়ছে তাও কিছু বলা যাবে না: রিজভী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার সমালোচনা করা যাবে না, এত দাম বাড়ছে তারপরও কিছু বলা যাবে না, কালকে খবরের কাগজে পড়লাম এক বৃদ্ধ মা বলেছেন এক মুঠো ভাত পানির মধ্যে মিশিয়ে তিনবেলা খাই, কী হাহাকার চলছে? এর প্রতিবাদ করা যাবে না? অবৈধ প্রধানমন্ত্রীর (শেখ হাসিনার) ভোটের ব্যবস্থার মতোই ভাতের ব্যবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আপনার ভোট হচ্ছে রাতের বেলা ভোট দেওয়া। আপনার ভোট হচ্ছে ভোট কেন্দ্রে ভোটাররা নয়, গরু-ছাগল যাবে। আপনার ভাতের ব্যবস্থাও তেমনি।
শনিবার (৫ মার্চ) সকালে দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে কেরানীগঞ্জে এক বিক্ষোভ সমাবেশে রিজভী এসব কথা বলেন। কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার সিন্ডিকেটের হোতারা সবাই ক্ষমতাসীন দলের লোক। তারা সিন্ডিকেট করে মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়াচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x