শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৭

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ওই ভারতীয় দূতের নাম মুকুল আর্য। ফিলিস্তিনের রামাল্লায় অবস্থিত ভারতীয় মিশন থেকে রোববার (৬ মার্চ) তার মৃতদেহ উদ্ধার করা হয়।

অবশ্য মুকুল আর্যের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। সোমবার (৭ মার্চ) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

২০০৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পরীক্ষায় পাশ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন মুকুল আর্য। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। ফিলিস্তিনে যাওয়ার আগে তিনি কাবুল ও মস্কোর ভারতীয় দূতাবাসেও কাজ করেছিলেন।

এছাড়া প্যারিসে ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছিলেন মুকুল আর্য। এছাড়া নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে বেশ কিছু সময়ের জন্যও তিনি দায়িত্বপালন করেছিলেন।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x