শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

গ্রামে নারী মানেই ‘গিন্নি’, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে শহরে

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

ঘরের কাজ মানেই নারীর একার দায়িত্ব- নতুন প্রজন্মের শিক্ষিত চাকুরে দম্পতিদের মধ্যে এই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। অনেক ক্ষেত্রে ঘরের কাজ ভাগাভাগি করে নিচ্ছেন পুরুষ সঙ্গীটিও। কিন্তু গ্রামাঞ্চলে পুরনো দৃষ্টিভঙ্গি এখনও খুব একটা বদলেনি।

প্রায় ছয় বছর ধরে সংসার করছেন একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানের কর্মকর্তা মুসফিকুর রহমান ও সামিনা আক্তার দম্পতি। ছয় বছরে সংসারে যুক্ত হয়েছে তাদের একমাত্র শিশুপুত্র। স্ত্রী সামিনা গৃহিনী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বছর দুয়েক আগে এমবিএ শেষ করেছেন। শুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও এখন সন্তানের দেখাশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

চাকরির পাশাপাশি ঘরের কাজে নিজের স্ত্রীকে নিয়মিত সহযোগিতা করেন স্বামী মুসফিকুর। তার মতে ঘরের কাজ স্বামী ও স্ত্রী দুজনেরই সমানভাবে ভাগাভাগি করে নেয়া উচিত।

এমন চিত্র এখন রাজধানীর অনেক পরিবারে। স্বামীর পাশাপাশি স্ত্রীও এখন কাজ করছেন সমানতালে। তবে গ্রামের চিত্র কিছুটা ভিন্ন সেখানে এখনো স্ত্রীর পারিবারিক কাজকে দায়িত্ব এবং স্বামীর কাজের সঙ্গে তুলনা করা হয় না।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x