শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

আইএসইউ বিজনেস ক্লাবের যাত্রা শুরু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

যাত্রা শুরু করলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর বিজনেস ক্লাব। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনের উদ্বোধন করেন আই এস ইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে হবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতার বহুমাত্রিকতা অর্জন করতে ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই । তবে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন তিনি ॥

ড. অলি আহাদ ঠাকুর বলেন, এ ধরণের ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের সক্ষমতা যেমন বাড়ায় তেমনি নেতৃত্বগুণ তৈরি করে । তাই শিক্ষার্থীদের এ ধরণের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ISU), মোঃ লুৎফর রহমান, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম,ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া, বিজনেস ক্লাবের কো-অর্ডিনেটর এস এম নাসের ইকবালসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x