শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

ইউক্রেন সংঘাত মোড় নেবে পারমাণবিক যুদ্ধে!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘ইউক্রেন সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে’ এমন বিশ্বাস অন্তত তার নেই। তবে মস্কো আর কখনো পশ্চিমের ওপর নির্ভরশীল হতে চায় না বলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সতর্ক করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় ইউক্রেন-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই সতর্কবার্তা দিয়েছেন লাভরভ।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর পশ্চিমা বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি ১৯৯১ সালের সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে গুরুতর সংকটের মুখোমুখি হয়েছে।

রাশিয়ার সংবাদপত্র কমারস্যান্টের এক প্রতিনিধি লাভরভের কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি মনে করেন পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে? জবাবে লাভরভ বলেন, ‘আমি এটা বিশ্বাস করতে চাই না এবং আমি এটা বিশ্বাস করি না।’

২০০৪ সাল থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সের্গেই লাভরভ। তিনি বলেন, পারমাণবিক যুদ্ধ প্রসঙ্গে আলোচনা কেবল পশ্চিমারা করছে। তারা সিগমুন্ড ফ্রয়েডের মতো পারমাণবিক যুদ্ধের বুলি আওড়াচ্ছে। সাইকোঅ্যানালাইসিসের এই জনকের মতে, ‘বিশ্বে পারমাণবিক যুদ্ধ ফিরে আসছে।’

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়:
x